ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ। টাওয়ার বসানোর নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে একটি ভুয়ো কলসেন্টারের বিরুদ্ধে। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে শেক্সিপিয়র সরণি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।



আরও পড়ুন:‘আত্মহত্যা নয় হয়তো খুনই করা হয়েছে মেয়েকে,’ অভিযোগ পল্লবীর বাবার


ঘটনার খবর পায় পুলিশ। টাওয়ার বসানোর নাম করে মোবাইল কোম্পানির প্রতিনিধি সেজে অনেককেই ফোন করে এই সংস্থা। বিনিময়ে লক্ষ টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও জানানো হত। তবে যাঁরা টাওয়ার বসাতে চাইতেন তাঁদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে কিছু টাকা জমা রাখতে হবে বলে জানানো হত। এভাবেই প্রতারকরা একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকাও হাতিয়ে নিত অবলে অভিযোগ পায় পুলিশ।




এরপর গোপনসূত্রে পুলিশ ওই শেক্সপিয়র সরণির একটি বহুতলের তৃতীয় তলে হানা দেয় শেক্সপিয়র থানার পুলিশ। সেখান থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন, ২ ল্যান্ড ফোন এবং কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪১৯, ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা রুজু হয়েছে।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































