কয়লা চুরি আটকাতে গিয়ে আক্রান্ত CISF। শুক্রবার বিকেলে ঝাড়খন্ডের বিসিএলের মুগমা এলাকার বেশ কয়েকটি খনিতে অভিযান চালান CISF -এর জওয়ানরা। সেখানে দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন সিআইএসএফ এক মহিলা আধিকারিক।

কয়লা চুরি রুখতে অভিযান করতে যায় CISF। তখনই কয়লা চোরেরা হামলা চালায়। সেই সময় জওয়ানদের সংখ্যা কম থাকায় তাঁরা পিছু হটতে বাধ্য হন। তবে, অভিযানে বেশ কয়েকজন কয়লা চোরকে আটক করেছে সিআইএসএফ ও মাইথন থানার পুলিশ। তবে, ভয়ে পেয়ে পিছু হটা নয়, ইসিএলের নিরাপত্তা আধিকারিক শৈলেন্দ্র সিং জানান, অভিযান আরও জোরদার করা হবে।
আরও পড়ুন:সম্পত্তির লোভে দাদাকে খুন! ধৃত ভাই, খোঁজ ভগ্নিপতির


















































































































































