রবীন্দ্র জাদেজাকে ( Ravindra Jadeja) কি সোশ্যাল মিডিয়ায় ত্যাগ করে চেন্নাই সুপার কিংস (CSK)? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে মানুষের মধ্যে, এবার সেই নিয়েই মুখ খুললেন চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন (CEO Kasi Viswanathan)। বললেন, জাদেজা সিএসকে পরিবারের অংশ, ভবিষ্যতেও তাই থাকবে।

এদিন এক সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন বলেন,” নেটমাধ্যমে আমি প্রায় কোনও কিছুই দেখি না। সেখানে কী হচ্ছে আমি বলতে পারব না। তবে দলের তরফে একটা জিনিস আমি বলতে পারি, নেটমাধ্যমে কোনও গণ্ডগোল হলেও দলের মধ্যে সেটা নেই। জাদেজা সিএসকে পরিবারের অংশ, ভবিষ্যতেও তাই থাকবে। আরসিবি-র বিরুদ্ধে খেলার সময় চোট পায় জাদেজা। সেই কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলেনি ও। চিকিৎসকদের পরামর্শ মেনেই আইপিএল থেকে সরে যেতে হয়েছে জাদেজাকে। সেই কারণেই বিশ্রাম নিতে বাড়ি ফিরে যাচ্ছে ও।”

ঘটনার সূত্রপাত আইপিএল থেকে সরে যেতেই সোশ্যাল মিডিয়ায় জাদেজাকে ত্যাগ করে সিএসকে। নেটমাধ্যমে তাঁকে আর ফলো করছে না সিএসকে। চলতি বছর জাদেজাকে ১৬ কোটি টাকা দিয়ে দলে রাখে চেন্নাই। আইপিএল শুরুর কয়েক দিন আগে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু একের পর এক ম্যাচ হারতে থাকে চেন্নাই। জাদেজা নিজেও ছন্দে ছিলেন না। ব্যাটে, বলে বার বার ব্যর্থ হচ্ছিলেন তিনি। এমন অবস্থায় আইপিএলের মাঝ পথে ফের নেতৃত্ব ভার ওঠে মহেন্দ্র সিং ধোনির হাতে। সূত্রে খবর, জাদেজার নেতৃত্ব হারানো দলের ভিতরের আবহাওয়া নষ্ট করেছিল। যেভাবে নেতৃত্ব হারানোর গোটা ব্যাপারটা ঘটেছিল সেটা জাদেজার ভাল লাগেনি বলেই মনে করেন তাঁর এক সতীর্থ।
আরও পড়ুন:KKR: কেকেআরের দায়িত্ব ছাড়ছেন ম্যাকালাম: সূত্র
















































































































































