ধর্ষণের অভিযোগ জাতীয় পুরস্কার প্রাপ্ত লেখকের বিরুদ্ধে, মামলা দায়ের দিল্লি পুলিশের

0
3

ধর্ষণের(Rape) অভিযোগে উঠলো জাতীয় ‘সাহিত্য অ্যাকাডেমি’ পুরস্কার প্রাপ্ত লেখক নীলোৎপল মৃণালের(Nilotpal Mrinal) বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগ করেছেন ৩২ বছর বয়সি এক মহিলা। ওই মহিলা উত্তরপ্রদেশের (UP)গোরক্ষপুরের বাসিন্দা।তিনি প্রায় ১০ দিল্লীতে ভাড়া থাকতেন।তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ১০ বছর ধরেই ধর্ষণ করেছেন জাতীয় পুরস্কারজয়ী(National Award Winner) এই লেখক। জানা গেছে,২০১৩ সালে নীলোৎপলের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর থেকেই তাঁকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত লেখক এমনকি তাঁকে মারধরও করতেন। মহিলা জানিয়েছেন, নীলোৎপল নিজের খ্যাতির জোর খাটিয়ে মধ্যপ্রদেশের কয়েক জন পুলিশ আধিকারিককে দিয়ে তাঁকে হুমকিও দিয়েছে।

মহিলার অভিযোগের ভিত্তিতে, দিল্লি পুলিশ নীলোৎপলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- রবীন্দ্রনাথের নোবেল নিয়ে বিতর্কিত মন্তব্য বিধায়কের: দল অনুমোদন দেয় না, বললেন কুণাল