Sunil Chhetri: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির সুনীল, ছবি পোস্ট বিসিসিআইয়ের

0
11

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) হাজির হলেন ভারতের (India) ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) পাশে বসে উত্তর-পূর্বের ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারত অধিনায়ক। সেই ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

বিসিসিআই একটি ভিডিও পোস্ট করে লিখেছে,” এনসিএ-র প্রতিবেশি, ভারতের ফুটবল দলের অধিনায়ক এবং কিংবদন্তি সুনীল ছেত্রী এসেছিলেন রবিবার বিকেলে। ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি নিজের ফুটবল যাত্রার অভিজ্ঞতার কথা উত্তর-পূর্ব এবং প্লেট বিভাগে থাকা দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেন ভারত অধিনায়ক।”

রবিবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হন সুনীল ছেত্রী। সেখানে পৌঁছে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের পাশে বসে উত্তর-পূর্বের ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন তিনি । এমনকি নিজের ফুটবল জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন ক্রিকেটারদের সঙ্গে।

আরও পড়ুন:MS Dhoni: ব্যাট কামরাচ্ছেন মাহি, কিন্তু কেন? উত্তর দিলেন ক‍্যাপ্টেন কুলের প্রাক্তন সতীর্থ