CSK: প্লে-অফ নয় ম‍্যাচ বাই ম‍্যাচ পরিকল্পনা মাহির

0
3

রবিবার রাতে দিল্লি ক‍্যাপিটালসের ( Delhi Capitals) বিরুদ্ধে ৯১ রানে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । এই জয়ের ফলে এখনও অঙ্কের হিসাবে প্লে-অফের রাস্তা খোলা আছে মহেন্দ্র সিং ধোনির ( MS Dhoni) দলের। যদিও প্লে-অফ নিয়ে ভাবতে নারাজ মাহি। বরং ম‍্যাচ বাই ম‍্যাচ ভাবতে চান ক‍্যাপ্টেন কুল।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ধোনি বলেন,” একটি করে ম্যাচ ধরে এগাব। আমি অঙ্ক খুব একটা ভাল পারি না। স্কুলেও অঙ্কে ভাল ছিলাম না। কে জিতলে, কে হারলে আমরা প্লে-অফে পৌঁছতে পারব তা এখন থেকে ভাবতে বসলে নিজেদের উপরেই বেশি চাপ নিয়ে ফেলব। তাই একটি করে ম্যাচের পরিকল্পনা করব। তারপর তা মাঠে করে দেখানোর চেষ্টা করব।”

এর পাশাপাশি মাহি আরও বলেন,” যদি আমরা প্লে-অফে যেতে পারি তা হলে খুব খুশি হব। অবশ্য না যেতে পারলেও এখানেই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে না। দিল্লির বিরুদ্ধে ব্যাটার, বোলার, ফিল্ডার সবাই ভাল খেলেছে। যদি আমরা কয়েক ম্যাচ আগে থেকে এভাবে জিততে পারতাম তা হলে খুব ভাল হত। অবশ্য হতাশ হয়ে লাভ নেই। বাকি তিন ম্যাচেও এই খেলাটাই খেলার চেষ্টা করব।”

আরও পড়ুন:Himashree Roy: রাজ‍্য অ‍্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়লেন হিমাশ্রী রায়