গতি বাড়াল ‘অশনি’। আরও শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে ‘অশনি’। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে ঘূর্ণিঝড়টি পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। ইতিমধ্যেই বঙ্গেও প্রভাব ফেলতে শুরু করেছে ‘অশনি’। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি।




আরও পড়ুন:কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি-মমতার


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি শুরু হয়েছে হাওড়া, দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরেও। প্রশাসনের তরফে সুন্দরবন , কাকদ্বীপ থেকে শুরু করে উপকূলের জেলাগুলিতে চলছে চূড়ান্ত সতর্কবার্তা। সোমবার সন্ধের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফেরার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার, ১০ মে থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। একইভাবে দিঘা, মন্দারমনি সমুদ্রতটে যাওয়া নিয়ে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। সমস্ত ধরনের বিনোদন কার্যকলাপ বন্ধ রাখতে বলা হয়েছে। আবহবিদরা মনে করছেন,ঘূর্ণিঝড়ের জেরেই সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার শুরু হওয়া এই বৃষ্টি বাংলায় চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দুপুর পর্যন্ত ওই বৃষ্টি জারি থাকবে ছয় জেলায়।

যদিও ‘অশনি’-র গতিবিধি নিয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের কেন্দ্র এখনও তৈরি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস। শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে ধেয়ে আসছে বলে জানানো হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.







































































































































