ফের প্রথম বলে আউট বিরাট কোহলি (Virat Kohli)। এ বারের আইপিএলেই( IPL) তিন বার এমন কাণ্ড ঘটালেন তিনি। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় ‘গোল্ডেন ডাক’।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ফের প্রথম বলেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার (৮ মে) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২২-এ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দল। প্লে-অফের লড়াইয়ের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে জিতলে দলগুলোর সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট। জগদীশ সুচিতের বলে হায়দরাবাদ ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে দেন বিরাট। সুচিতের বল লেগ স্টাম্পের বাইরের দিকে চলে যাচ্ছিল। তাই এই বল ছেড়ে দিলে ওয়াইড হত। কিন্তু সেই বল খেলতে যান বিরাট। আর তা করতে গিয়েই শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দেন, সেই বল মাটিতে পড়ার আগে তালুবন্দী করতে ভুল করেননি হায়দরাবাদ ক্যাপ্টেন।

এই নিয়ে তিনবার আইপিএল ২০২২-এ গোল্ডেন ডাক করলেন বিরাট। এবারের আইপিএল-এ একেবারেই ছন্দে নেই বিরাট। ১২ ম্যাচে মাত্র ২১৬ রান করেছেন এই ব্যাটার। রয়েছে একটা মাত্র হাফ সেঞ্চুরি। গড় মাত্র ২১.৬০। গোটা মরশুমে ২০টা চার ও ৪টি ছক্কা মেরেছেন বিরাট।
আরও পড়ুন:KKR: ‘ক্রিকেটারদের ছন্দের অভাব, তাই এই ফলাফল’, লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ হেরে বললেন নাইট কোচ















































































































































