Howrah: শ্মশান ঘাটে চিতার আগুনে বেঁচে উঠলেন মৃত ব্যক্তি

0
4

বয়স: ৭৫

নাম: জগা জানা

ঠিকানা: জগৎবল্লভপুরের খাদারঘাট এলাক

স্থানীয় সূত্রে খবর আজ সকালে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু(Death) হয়েছে। মৃত্যুর পর যথারীতি তাঁকে শ্মশানে(Cremation ground)  নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করার জন্য। কিন্তু সেখানে হঠাৎ বিপত্তি! চিতায় আগুন দিতেই নড়ে উঠল মৃতদেহ(Deadbody)।

হাওড়া (Howrah) জগৎবল্লভপুরের খাদারঘাট এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বছর ৭৫ এর জগা জানা নামের এক ব্যক্তির অসুস্থতার কারণে মৃত্যু হয় আজ সকালে। এরপর মৃতদেহ সৎকারের জন্য আত্মীয় পরিজনেরা স্থানীয় নিজবলিয়া শ্মশানে যান। আর সেখানেই ঘটল অদ্ভুত ঘটনা। চিতায় আগুন দিতেই জীবিত হয়ে গেলো মৃত ব্যক্তি। এই দৃশ্য থেকে হতবাক সকলেই। দ্রুত আগুন নিভিয়ে তাঁকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। যদিও গাববেরিয়া হাসপাতালের ডাক্তার ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করলে ফের তাঁকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। এবং নির্বিঘ্নেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলেই জানা যায়।

কিন্তু এখন প্রশ্ন উঠছে স্থানীয় যে ডাক্তার ডেথ সার্টিফিকেট(death certificate) দিয়েছিলেন তিনি কি না দেখেই সার্টিফিকেট লিখে দেন? এছাড়াও মৃত্যুর পরে ঘণ্টা চারেক দেহ রেখে দেওয়ায় নিয়ম। তা না করে কেন তড়িঘড়ি মৃতদেহের শ্মশানে নিয়ে যাওয়া হল? সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কেউই কোনও মন্তব্য করতে চান নি।