শুক্রবার আইপিএলে (IPL) গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ৫ রানে জেতে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indiance)। আর এই জয়ের ফলে চলতি আইপিএলে দ্বিতীয় জয় নিজেদের দখলে করল মুম্বই ইন্ডিয়ান্স। আর এই জয়ের পরে রোহিত বলেন, ভাগ্যকে বদলাতেই হতো। এই জয়টা প্রাপ্য ছিল আমাদের। এর পাশাপাশি দলের বোলারদেরও প্রশংসা করেন হিটম্যান।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” শেষ দিকে খুব চাপ হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও ম্যাচ জিততে পারায় খুব খুশি। ভাগ্যকে কোনও না কোনও দিন বদলাতেই হত। সবার প্রশংসা প্রাপ্য। আমরা ১৫-২০ রান কম করেছিলাম। ওরা ভাল বল করেছিল।”

বোলারদের প্রশংসায় রোহিত বলেন,” আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। কিন্তু নিজেদের শেষ পর্যন্ত লড়াইয়ে রেখেছিলাম। বোলাররা ভাল বল করেছে। মন্থর বল করলে খেলতে সমস্যা হচ্ছিল। ঠিক সময়ে আমরা উইকেট পেয়েছি।”
আরও পড়ুন:Chelsea: রেকর্ড অর্থে চেলসি ক্লাব কিনলেন এই ব্যবসায়ী
















































































































































