Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
3

১) শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় মুম্বই ইন্ডিয়ান্সের। গুজরাত টাইটান্সকে ৫ রানে হারিয়ে দিল রোহিত শর্মার দল। এ বারের আইপিএলে দ্বিতীয় জয় পেল তারা।

২) শুক্রবার বাংলা দলের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করলেন আইএফএ সহ-সভাপতি পার্থসারথি গঙ্গোপাধ্যায়। সন্তোষ ট্রফিতে ভালো পারফরম্যান্স করার জন‍্য বাংলা দল-সহ আইএফএকে চা-চক্রে আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল।

৩) স্থগিত হয়ে হতে চলেছে এশিয়ান গেমস । চলতি বছরের সেপ্টেম্বরে চিনে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২২ সালের এশিয়ান গেমস। কিন্তু করোনার প্রোকপ বেড়ে যাওয়ায় এশিয়ান গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে।

৪) মানবিক রূপ ধরা পড়ল নিউজিল্যান্ডের ক্রিকেটার আজাজ প‍্যাটেলের। নিজের ক্রিকেট কেরিয়ারের অন্যতম প্রিয়, এক ইনিংসে ১০ উইকেট নেওয়া জার্সিটি নিলামে তুলে দিলেন তিনি। শিশুদের হাসপাতাল তৈরির জন্যই এই সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: breakfast news