মেলা থেকে ফেরার পথে খুন টিটাগড়ের যুবক, তদন্তে পুলিশ

0
4

মেলা থেকে বাড়ি ফেরার পথে টিটাগড়ে গুলিবিদ্ধ যুবক। মৃত যুবকের নাম সেলিম সাহাজি(১৮)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরগাজি বাবার মাজার এলাকায়। বৃহস্পতিবার রাতে মেলা থেকে ফেরার পথে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়্রা। এরপর তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা কেনই বা এই যুবককে হত্যা করল, তা জানার চেষ্টা চালাচ্ছে তারা।



আরও পড়ুন:কাশীপুরে মৃত যুবক পুরভোটে তৃণমূলের কর্মী ছিল, দাবি অতীন ঘোষের


জানা গিয়েছে, মৃত যুবক এলাকার একটি দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে মোড়লপাড়ায় ইদের মেলায় গিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ সেখানে থাকেন। এরপর বাড়ি থেকে ফোন করায় একবন্ধুর সঙ্গে মেলা থেকে বেরিয়ে যান সেলিম। বাকি বন্ধুরা মেলাতেই ছিল তখন। গভীর রাতে তারা ফেরার সময় জিসি রোড ৪ নম্বর রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় সেলিমকে পড়ে থাকতে দেখেন তাঁরা।এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ সূত্রের খবর, মৃতের বাবা জানিয়েছেন, সম্প্রতি তাঁর একজনের সঙ্গে টাকা নিয়ে অশান্তি চলছিল। অনুমান করা হচ্ছে, সেই অশান্তির কারণেই খুন করা হয়েছে সেলিমকে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন টিটাগড়ের বাসিন্দারা।