তাপপ্রবাহের জেরে রাজ্যে গরমের ছুটি এগিয়ে আনলেও বহু বেসরকারি স্কুলেই চলছিল পঠন পাঠন।কিন্তু শুক্রবার থেকেই সব বেসরকারি স্কুলকে অনলাইনে ক্লাস করতে হবে এই মর্মে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। সরকারি নির্দেশিকার পরও বেসরকারি স্কুলগুলি কী করে চালু রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার রাজ্যের স্পষ্ট নির্দেশিকার পর নড়েচড়ে বসেছে বেসরকারি স্কুলগুলি।



আরও পড়ুন:মাতৃহারা নাবালকের জন্য নজিরবিহীন পদক্ষেপ মানবিক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


শুক্রবার থেকেই অনলাইনে পড়ানো হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল ,সেন্ট অগাস্টাইন স্কুল, ডিপিএস রুবি পার্ক স্কুলের মতো বহু নামজাদা স্কুলে । অন্যদিকে, সরকারি নির্দেশিকা মেনে আগামীকাল ,শনিবার থেকেই রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার কথাও সিদ্ধান্ত হয়েছে বলেছে জানা গেছে।


প্রসঙ্গত, হাঁসফাঁস গরমে পড়ুয়াদের সুবিদার্থে গরমের ছুটির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে তার কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনে ফের পরিস্থিতি স্বাভাবিক হয়। তাপমাত্রাও খানিক নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি বিচার করে বেসরকারি স্কুলগুলি অফলাইনে চললেও সরকারি স্কুলগুলিতে চলছে গরমের ছুটি। এতেই আপত্তি জানায় রাজ্য। গতকালই শিক্ষা দফতরের তরফে বেসরকারি স্কুলগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে। সেই কারণেই বেসরকারি স্কুলগুলিতে আজ থেকেই অফলাইন ক্লাস বন্ধ রাখতে বলা হয়েছে।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































