লাদাখের(Ladakh) গালওয়ানে রক্তক্ষয়ী লড়াই এর স্মৃতি এখনও তাজা। সীমান্ত এখনও সঙ্কটমুক্ত নয়। এর মাঝেই সীমান্তে চিনা (China)ফৌজের হিন্দি দোভাষী নিয়োগের (Interpreter recruitment)খবর প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে ভারতীয় সেনা (Indian Army)।
গোয়েন্দা সূত্রে খবর, মাস দুয়েক ধরেই চিনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দি দোভাষী নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে চিনা সেনা। ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের (Western Theatre command) অন্তর্গত শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট জুনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে। মনে করা হচ্ছে, চিন অধিকৃত তিব্বতের এলএসি-তে (LAC) গোপন তথ্য সংগ্রহের কাজের জন্যই ওই তরুণদের নিয়োগ করা হবে। প্রসঙ্গত,গালওয়ান-সংঘর্ষের পরেই তিব্বতি তরুণদের ‘পিপলস লিবারেশন আর্মি’-তে (PLA)শামিল করার তৎপরতা শুরু করেছিল চিন। লাদাখের দুর্গম এলাকার সঙ্গে পরিচিত ওই তরুণদের যাতে ভারতীয় সেনার বিরুদ্ধে কাজে লাগানো যায় , সেই উদ্দেশ্যেই এই কাজ বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি দলাই লামা-সহ অন্য বৌদ্ধ ধর্মগুরুদের প্রভাব থেকে ওই তরুণদের বের করে এনে চিনা কমিউনিস্ট পার্টির অঙ্গ হিসেবে কাজে লাগান যায় কিনা, তা নিয়েও ভাবনা চিন্তা করছে শি চিনফিং সরকার।
লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) মোতায়েনের জন্য হিন্দি জানা তরুণদের নিয়োগ করছে চিনা সেনা। হট স্প্রিং, গোগরা পোস্ট, দেপসাং এমনকি, প্যাংগং হ্রদের দক্ষিণ তীরের কিছু এলাকায় এখনও চিনা বাহিনীর আধিপত্য বজায় রয়েছে অভিযোগ। এরই মধ্যে গোয়েন্দা সূত্রে হিন্দি দোভাষী নিয়োগে খবর ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ।















































































































































