পাঁচ বছর পর মায়ের কাছে আশীর্বাদ নিতে যোগী

0
2

২০১৭ সালে প্রথমবার মুখ্যমন্ত্রীর আসনে বসে মায়ের কাছে গিয়েছিলেন। আবার ২০২২-এ মুখ্যমন্ত্রী হয়ে মায়ের কাছে গেলেন তিনি। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাজারো কাজ সামলে মায়ের কাছে যেতে পারেননি এতদিন । সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে উত্তরাখণ্ডের পাউরিতে গিয়েছিলেন। যোগী আদিত্যনাথ নাকি ২৮ বছর পর কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ছাড়া শুধুমাত্র পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পাউরিতে গিয়েছিলেন। সেখানেই দেখা হয়ে যায় মায়ের সঙ্গেও। পারিবারিক সূত্রে জানা যায়b২০২০ সালের এপ্রিলে যোগী আদিত্যনাথের বাবার মৃত্যু হয়। কিন্তু যোগী বাবার শেষকৃত্যে যোগ দিতে পারেননি । সে সময় দেশজুড়ে কোভিড সঙ্কট চলছিল। তাই নিজের ব্যস্ততা সামলে, নিজের রাজ্য ছেড়ে তিনি যেতে পারেনি।