আগেই ঠিক হয়ে গিয়েছিল ২৪ ও ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে হবে চলতি আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ। মঙ্গলবার আনুষ্ঠিকভাবে এই কথা ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৪ থেকে ২৯ মে-র মধ্যে কলকাতা ও আমেদাবাদে আইপিএলের প্লে-অফ ম্যাচগুলো হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৪ মে হবে প্রথম কোয়ালিফায়ার। ২৫ মে এলিমিনেটর। এরপর ২৭ মে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল একই মাঠে ২৯ মে।’ প্রসঙ্গত, ২২ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ হবে আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ।
আরও পড়ুন- রাজীব গান্ধীর বক্তব্যকে হাতিয়ার করে বার্লিন থেকে কংগ্রেসকে তোপ মোদির







































































































































