Hanskhali Case:হাঁসখালি-কাণ্ডে অভিযুক্তের বাবার সিবিআই হেফাজত

0
2

হাঁসখালি-কাণ্ডে(Hanskhali Case) শুক্রবার একজন তৃণমূল নেতা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে । এবার মূল অভিযুক্তের বাবাকে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা(CBI)। মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালিকে (Samarendra Goyali) এবার সিবিআই তাঁদের নিজেদের হেফাজতে নিল। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত নেতা সমরেন্দ্র গয়ালির(Samarendra Goyali) বন্ধু পীযূষ ভক্তকেও গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ধৃত পীযূষকে সিবিআই র‍্যাডারে রেখেছিলেন তদন্তকারীরা। অবশেষে মিলেছে সাফল্য। অন্যদিকে ধৃত পঞ্চায়েত নেতার বিরুদ্ধে প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার এবং তাঁর হেফাজত পাওয়াকে অন্যতম বড় সাফল্য হিসাবেই দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

   

উল্লেখ্য হাঁসখালির ঘটনার (Hanskhali Case) পর দল রঙ না দেখে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ঘটনার তদন্তের দায়িত্ব আপাতত কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলছে। ঘটনায় মূল অভিযুক্ত ব্রজ গয়ালিকে অবশ্য গ্রেফতার করে রাজ্য পুলিশই। তব বর্তমানে সিবিআই হেফাজতে মূল অভিযুক্ত। এবার তাঁর বাবাকেও হেফাজতে নিল সিবিআই।

তৃণমূল উদ্বাস্তু সেলের কর্মিসভায় বিজেপি-শুভেন্দুকে নিশানা কুণালের