গুজরাতের বন্দর থেকে উদ্ধার হল ৪৫০ কোটি টাকার মাদক

0
2

গুজরাতের পিপাভাব বন্দর থেকে শুক্রবার গভীররাতে উদ্ধার হল প্রায় ৪৫০ কোটি টাকার মাদক । সুতোর বান্ডিলের মধ্যে লুকিয়ে মাদক পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। গুজরাতের জঙ্গি দমন শাখা ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছে।

গোয়েন্দাদের কাছে দীর্ঘদিন ধরেই খবর ছিল গোপনে কোটি কোটি টাকার মাদক পাচার হয়ে যাচ্ছে। কিন্তু কীভাবে তা হচ্ছে তা কিছুতেই ধরা যাচ্ছিল না । অবশেষে শুক্রবার জাহাজের একটি বিশাল আকৃতির কন্টেনারে থাকা জিনিসপত্র দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের । বিশাল একটি শিপিং কন্টেনারে সুতোর বান্ডিলের মধ্যে পাকানো অবস্থায় রাখা ছিল কোটি কোটি টাকার মাদক। এই শিপিং কন্টেনার ইরান থেকে এসেছে বলে জানা গিয়েছে । যদিও কারা এই মাদক পাচার করছিল বা এই মাদক কোথায় যাচ্ছিল তা এখনো জানা যায়নি।