মুদিয়ালি এবং সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

0
2

চাকরিপ্রার্থীদের  জোড়া বিক্ষোভ-মিছিলে শুক্রবার সকাল থেকেই ব্যাহত হল মহানগরের জনজীবন।  মুদিয়ালি এবং সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন চাকরিপ্রাথীরা।  মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে খাদ্য দফতরের ফুড সাব ইন্সপেক্টর পদের  চাকরিপ্রার্থীরা বিক্ষোভ  দেখান। বিক্ষোভকারীদের দাবি, আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল। তারপর জটিলতা কাটলেও নিয়োগ হয়নি বলে দাবি চাকরিপ্রার্থীদের। অবিলম্বে নিয়োগের দাবিতে পিএসসি ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।

অন্যদিকে মেধাতালিকা থেকে প্রার্থীদের নিয়ে চাকরি দিতে হবে এই দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন এসএসসি চাকরিপ্রর্থীরা।  প্রাইমারি, নবম-দশম এবং গ্রুপ ডি তে অবিলম্বে যোগ্য প্রাথীদের নিয়োগ করতে হবে। সেই দাবি নিয়ে চাকরিপ্রাথীরা মিছিলে সামিল হয়েছিলেন।