জাহাঙ্গিরপুরীতে হিংসার মাস্টারমাইন্ড গ্রেফতার তমলুকে

0
4

দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় এবার পুলিশের জালে মূলচক্রী। আজ, বৃহস্পতিবার বিকেলে দিল্লি পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে মাস্টারমাইন্ড ফরিদ শেখ ওরফে নিতুকে গ্রেফতার করে। তমলুকে কাকার বাড়িতে গা ঢাকা দিয়েছিল সে। এই নিতুর বিরুদ্ধে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হিংসায় মদত দেওয়ার অভিযোগ ছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে নিতুর নাম উঠে আসে। তারপর থেকেই বেপাত্তা ছিল সে। গ্রেফতারের পর তাকে এদিনই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

সম্প্রতি, হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দিল্লির বাঙালি অধ্যুষিত জাহাঙ্গিরপুরী এলাকায় হিংসা ছড়ানোর ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ থেকে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসে। যাদের সঙ্গে কোনও না কোনওভাবে বাংলার যোগ রয়েছে।

আরও পড়ুন:দল যে কেউ করতে পারে, কিন্তু দুষ্কৃতীদের রেয়াত নয় : কড়া বার্তা অসিতের

উল্লেখ্য, এর আগে সুখেন সরকার, সুরেশ সরকার, ঘটনার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ মহম্মদ আসলামের সঙ্গেও বাংলার যোগ ছিল। অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরপুরী হিংসার মূল অভিযুক্ত ফরিদ ওরফে নিতু।