সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন চার মুখ, গুরুত্ব উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে

0
2

আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিএমের নতুন রাজ্য কমিটির দু’দিনের বৈঠক। রাজ্য সম্মেলনে রাজ্য কমিটি তৈরি হওয়ার পরে এটাই প্রথম পূর্ণাঙ্গ বৈঠক, যদিও আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় বৈঠক। আরও আন্দোলনের রূপরেখা তৈরির পাশাপাশি নতুন রাজ্য সম্পাদকমণ্ডলীও গড়ে ফেলা হলো। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মৃদুল দে, রবীন দেব, অশোক ভট্টাচার্য ও মিনতি ঘোষ— বিদায়ী রাজ্য সম্পাদকমণ্ডলীর এই ৬ জন সদস্য বয়স-নীতি মেনে এ বার রাজ্য কমিটি থেকে সরে গিয়েছেন। তাঁদের পরিবর্তে কারা রাজ্য সম্পাদকমণ্ডলীকে জায়গা পাবেন, তা নিয়ে জোর চর্চার মধ্যেই সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন চার মুখকে নিয়ে আসা হল। যেখানে পেয়েছে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল নেতৃত্ব।

নয়া রাজ্য সম্পাদকমণ্ডলীতে যুক্ত হলেন দেবলীনা হেমব্রম, জীবেশ সরকার, দেবব্রত ঘোষ (দেবু ঘোষ) এবং জিয়ারুল আলম। এখানে উত্তরবঙ্গ থেকে এলেন দার্জিলিং জেলার প্রাক্তন সম্পাদক জীবেশ সরকার। জঙ্গলমহল থেকে কমিটিতে জায়গা করে নিলেন দেবলীনা হেমব্রম। যিনি বামফ্রন্ট আমলে এ রাজ্যের মন্ত্রীও ছিলেন। পাশাপাশি আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ। এছাড়াও রয়েছেন হুগলী জেলার সম্পাদক দেবব্রত ঘোষ। আবার জিয়ারুল আলম উত্তরবঙ্গের চা আন্দোলনে বামেদের গুরুত্বপূর্ণ নেতা।
তবে জল্পনায় থাকা যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম রাজ্য সম্পাদকমণ্ডলীতে নেই।