স্বস্তি নেই কিছুতেই, ফের চোখ রাঙাচ্ছে করোনা(Corona)। একদিনে দেশে করোনায় (Corona)মৃতের সংখ্যা বেড়েছে ১৩৯৯ জন। চতুর্থ ঢেউ এর যে আশঙ্কা করা হচ্ছিল তার বোধহয় আর খুব একটা দেরি নেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ফের ফিরবে আগের করোনা বিধি নিষেধ? সংক্রমণের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী তাতে একাধিক রাজ্যে বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক(face mask compulsory) বলাইবাহুল্য।


মাঝে কয়েকটা দিন করোনা নিয়ে উদ্বেগ কমেছিল, কিন্তু ফের স্বমহিমায় ফিরছে করোনা ভাইরাস। মৃত্যু হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফ থেকে মঙ্গলবার যে তথ্য ও পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। যদিও সক্রিয় রোগীর সংখ্যাটা কিছুটা হলেও কমেছে।বর্তমানে অ্যাকটিভ কেস ১৫ হাজার ৬৩৬ জন। যা গতকালের থেকে অনেকটাই কম।

একদিনে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৯৯ জন। যদিও এই সংখ্যাটা কি শুধুমাত্র গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান, এই নিয়ে খানিকটা হলেও ধোঁয়াশা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সার্বিকভাবে এখনও দেশের দৈনিক করোনা পরিসংখ্যান বেশ উদ্বেগের। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৬২২ জন। রাজধানী দিল্লির করোনা পরিসংখ্যান নিয়ে চিন্তা থাকলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৩১১ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৭০ জন।

সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে টিকাকরণের উপর। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মোট ১৮৭ কোটি ৯৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত এক সপ্তাহে সার্বিকভাবে দেশের আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তাই ফের একাধিক রাজ্যে মাস্ক ফের বাধ্যতামূলক করা হচ্ছে । ইতিমধ্যেই মাস্ক বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছে কর্ণাটক এবং ছত্তিশগড়। আগামী দিনে অন্যান্য রাজ্যও যে সেই পথেই হাঁটতে পারে বলে অনুমান করা হচ্ছে।








































































































































