Twitter: টুইটার কিনলেন এলন মাস্ক

0
4

টুইটারের মালিক হলেন এলন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ পড়ল ৪,৪০০ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৩৬,৯৪১ কোটি ২২ লাখ টাকা।


আরও পড়ুন:Breakfast News :ব্রেকফাস্ট নিউজ


কিছুদিন আগে আচমকা টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন আমেরিকান ধনকুবের মাস্ক। এরপর গোটা টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন তিনি। টুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ ডলার দিতে রাজি হন মাস্ক। শুরু হয় দামদাম। টুইটার বোর্ডের তরফে ব্রেট টেলর জানান, সোমবার দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে মাস্কের প্রস্তাবের মূল্যায়ন করেছে। সোমবার মাস্কের প্রস্তাব সঠিক বলে বিবেচিত হয়। তাঁদের বিশ্বাস এটাই টুইটারের প্রত্যেক শেয়ার হোল্ডারের জন্য সবচেয়ে ভাল উপায়।

এলনের দাবি, তিনি টুইটারের অংশীদার হওয়ার সময়ে ভেবেছিলেন টুইটার বিশ্ব জুড়ে বাক্‌স্বাধীনতার মূল মাধ্যম হয়ে উঠবে। কিন্তু বিনিয়োগ করার পরেই তিনি উপলব্ধি করেন, বর্তমান অবস্থায় তা কখনোই সম্ভব নয়। তাই ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা হিসেবে এর বদল আনাই তাঁর মূল লক্ষ্য।