ব্যাটারি চালিত স্কুটারে বিস্ফোরণ! মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক, আহত ২

0
4

লাগামছাড়া জ্বালানির দাম। তাই ব্যাটারি চালিত স্কুটার কিনে এনেছিলেন অন্ধ্রপ্রদেশের শিবকুমার। কিন্তু সেখানেই বিপত্তি। স্কুটারুই প্রাণ কাঁড়ল তাঁর। গুরুতর আহত তাঁর স্ত্রী ও তাঁর দুই সন্তানের।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রের খবর, শুক্রবার স্কুটারটি কেনেন বছর চল্লিশের শিবকুমার। রাত ১০টা নাগাদ স্কুটারটিকে চার্জে বসিয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়ে গোটা পরিবার। সকাল হতেই আচমকা বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙে সকলের।


বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। সঙ্গে বিষাক্ত ধোঁয়া। অগ্নিদগ্ধ হয়ে মারা যান শিবকুমার। ঝলসে আহত হন, তাঁর স্ত্রী এবং দুই সন্তান।  পুলিশ জানিয়েছে, তিন জনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে। বিষাক্ত ধোঁয়া শরীরে ঢোকায় তাঁদের অবস্থা সঙ্কটজনক।

প্রসঙ্গত, এর আগে তেলঙ্গানার নিজামাবাদে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ফেটে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের। তার কয়েক দিনের মধ্যেই ফের আরও এক জনের মৃত্যুতে ইলেকট্রিক স্কুটারের মান নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।