লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় মন্ত্রীপুত্র আশিস মিশের জামিন খারিজ করে তাকে একসপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রবিবার জেলে ফিরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে।

আরও পড়ুন:প্রয়াগরাজে নৃশংস হত্যাকাণ্ড: দিশাহারা পরিবারের চোখেরজল মোছাল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি



গত ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্ট লখিমপুর খেরি কাণ্ডের মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর জামিন মঞ্জুর করে। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান কৃষকদের পরিবারেরা। গত ১৮ এপ্রিল শীর্ষ আদালত হাইকোর্টের রায়কে রীতিমতো ভর্ৎসনা করে। সেইসঙ্গে বিচারপতি সূর্যকান্ত সাফ জানান, হাইকোর্ট ‘প্রয়োজনীয় বিষয়কে অগ্রাহ্য করে ভিত্তিহীন পর্যবেক্ষণের উপর’ জামিনের নির্দেশ দিয়েছিল৷ যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বক্তব্য শোনা হয়নি৷ শেষমেশ মন্ত্রীপুত্রের জামিন খারিজ করে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় শীর্ষ আদালত।

প্রসঙ্গত, গত বছর উত্তরপ্রদেশের লখিমপুরে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে মন্ত্রীপুত্র আশিসের বিরুদ্ধে। সেই ঘটনায় চার কৃষক এবং এক সাংবাদিকের মৃত্যু হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই দীর্ঘ টালবাহানার পর গ্রেফতার হন আশিস। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে আশিসকে জামিন দেওয়া হয়। এরপরই জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান কৃষকরা। সেখানেই আশিস মিশ্রর জামিন বাতিল হয় ও তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































