ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের রহস্য মৃত্যু ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। জানা যাচ্ছে, প্রয়াগরাজের খেবরাজপুর গ্রামে পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পাঁচজনকে। পুলিশের দাবি, প্রমাণ লোপাটের জন্য আততায়ীরা ঘরের সমস্ত জিনিসপত্র পুড়িয়ে ফেলেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবারই এই প্রয়াগরাজের নবাবগঞ্জ থানার অন্তর্গত খাগলপুর গ্রামে স্বামী-স্ত্রী এবং তাঁদের তিন কন্যা সন্তানের রহস্যমৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্যক ছড়িয়ে ছিল। সেই ঘটনায় গৃহকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বারান্দা থেকে। আর ঘরের ভিতরে পড়েছিল তাঁর স্ত্রী ও ১৪, ১০ ও ৮ বছরের তিন নাবালিকা মেয়ের নলিকাটা দেহ।
এই ঘটনার জট খোলার আগেই ফের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য দানা বেঁধেছে। পুলিশের খতিয়ে দেখছে দুটি ঘটনার মধ্যে কোনও যোগসাজশ আছে কি-না। অন্যদিকে, একের পর এক ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে যোগী রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আঙুল তুলতে শুরু করেছে বিরোধীরা।
আরও পড়ুন:গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি