Mayank Agarwal: দিল্লির বিরুদ্ধে ৯ উইকেটে হার, ভুলতে চাইছেন ময়ঙ্ক

0
4

বুধবার রাতে আইপিএলে ( IPL) দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) কাছে ৯ উইকেটে হারে পাঞ্জাব কিংস (Punjab Kings)। এই লজ্জার হার মনে রাখতে চাইছেন পাঞ্জাব অধিনায়ক ময়ঙ্ক আগারওয়াল( Mayank Agarwal)। সাংবাদিক সম্মেলনে ময়ঙ্ক বলেন, কঠিন ম্যাচ ছিল। এই ম‍্যাচটা আমাদের ভুলে যেতে হবে।

দিল্লির কাছে হার নিয়ে ময়ঙ্ক বলেন,” কঠিন ম্যাচ ছিল। আমরা ব্যাটিং, বোলিং কোনওটাই ভাল ভাবে করতে পারিনি। এটা আমাদের ভুলে যেতে হবে। খুব তাড়াতাড়ি উইকেট পড়ে গিয়েছিল আমাদের। এই ম্যাচ নিয়ে যত ভাবব তত নেতিবাচক দিক সামনে চলে আসব। ১৮০ রান করলে ভাল হত, কিন্তু সেখান থেকে অনেক দূরে ছিলাম আমরা। স্পিনারদের বল করাতে পারতাম, কিন্তু সময়ই পেলাম না।”

বুধবার দিল্লি ক‍্যাপিটালসের কাছে ৯ উইকেটে হারে পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে ১১৫ রান। ১০.৩ ওভারে সেই রান তুলে নেয় দিল্লি।

আরও পড়ুন:Rishabh Pant: দিল্লি দলের কোচ-সহ একাধিক ক্রিকেটারের মুখে মাস্ক, কারণ জানালেন পন্থ