গত, শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায়।দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এরপরই কেন্দ্রশাসিত দিল্লি পুলিশ প্রশাসনকে নিয়ে একের পর এক ‘অবৈধ নির্মাণ’ ভাঙছে উত্তর দিল্লি পুরসভা।যদিও পুরসভার এই ভাঙার সিদ্ধান্তের উপর আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির কড়া সমালোচনা শুরু করেছে দিল্লির শাসকদল আম আদমি পার্টি (APP)।


আরও পড়ুন: জাহাঙ্গিরপুরীতে যাচ্ছেন মহিলা সাংসদদের নিয়ে তৈরি তৃণমূলের প্রতিনিধি দল


এক ভিডিও বার্তায় AAP নেত্রী আতিশি বিস্ফোরক দাবি করে বলেন, রামনবমী ও হনুমান জয়ন্তীর দিন দেশে যত অশান্তির ঘটনা ঘটেছে, তার সবগুলিরর পিছনে বিজেপির প্রচ্ছন্ন মদত রয়েছে। উস্কানি ও ইন্ধন জুগিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই আপ নেত্রীর দাবি, বিজেপির সদর দফতর এবং অমিত শাহের বাড়িতেও বুলডোজার চালানো উচিত। তবেই অশান্তি থামবে।

আপের বর্ষীয়ান নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা নেই বিজেপির মুখে। শুধু দেশজুড়ে কীভাবে অশান্তি ছড়ানো যায় সেই চেষ্টাই করছেন গেরুয়া শিবিরের নেতারা।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































