নারী সুরক্ষার্থে দিঘাতে চালু হল উইনার্স স্কোয়াড

0
4

দিঘায় বেড়াতে আসা মহিলা পর্যটকদের জন্য এবার আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। সৈকতের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিতে নয়া পরিকল্পনা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। মঙ্গলবার থেকে দিঘায় চালু হল মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড।

আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি এবং তৃণমূল নেতা কৃষ্ণ কুমার কল্যাণী


নারীনিগ্রহ ঠেকাতে কলকাতা পুলিশের স্কুটার-আরোহী মহিলা পুলিশ পেট্রলিং স্কোয়াড ‘উইনার্স’-এর ধাঁচেই এবার দীঘাতেও চালু হল ‘উইনার্স স্কোয়াড’। মঙ্গলবার এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে। কাঁথি ও দিঘাতে এই পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথমে ১০টি মোটরবাইকের উইনার্স স্কোয়াড থাকছে। যার মধ্যে পাঁচটি কাঁথি ও পাঁচটি দিঘার জন্য। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। সরাসরি পুলিশের অধীনেই থাকবে এই উইনার্স বাহিনী। কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের জন্য এই পরিষেবা পাবেন মহিলারা।


দিঘাতে গেলে মহিলাদের নিরাপত্তায় কোনওরকম অসুবিধা হলে ফোন করুন উইনার্স স্কোয়াডের হেল্পনাইন নম্বরে। নম্বরটি হল, ৭৮৬৫০৩২৯৭৮। কাঁথি থানায় থাকছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টাই এই সার্ভিস চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। রাতে পেট্রলিং থাকবে। কোনও মহিলা বিপদে পড়লেই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। তবেই তা সংশ্লিষ্ট থানাকে জানানো হবে। সেই সূত্র ধরেই উইনার্স স্কোয়াড নির্দিষ্ট স্পটে পৌঁছে যাবে।