নতুন মরশুমের দলগঠনের জন্য ঝাপাল ইস্টবেঙ্গল (EastBengal)। স্পোর্টিং রাইটস ফিরে পেলেও এখনও নতুন লগ্নিকারী চূড়ান্ত হয়নি। তবু নতুন মরশুমের দলগঠনের জন্য ঝাঁপিয়েছে লাল-হলুদ ক্লাব।

সোমবার ক্লাবের কর্মসমিতির সভায় ঠিক হল, ফুটবলার বাঁছতে সন্তোষ ট্রফির খেলা দেখতে স্পটার পাঠানো হবে। সেই মতো মঙ্গলবার কেরল রওনা হচ্ছেন লাল-হলুদের দুই প্রাক্তন আলভিটো ডি’কুনহা এবং ষষ্ঠী দুলে। ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তনীদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত। এছাড়াও আইএফএ-কে ক্লাবের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে ফুটবল সংক্রান্ত ব্যাপারে শুধুমাত্র ইস্টবেঙ্গল নামই যেন ব্যবহার করা হয়। এদিন সিদ্ধান্ত হয়েছে, ক্লাব প্রাঙ্গণে সদস্যদের জন্য অত্যাধুনিক রেস্তোঁরা চালু হবে। এছাড়াও ক্লাবের কর্মপরিচালনায় কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন:Mohammedan: এগিয়ে থেকেও নেরোকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র মহামেডানের













































































































































