আজ রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা উপনির্বাচনের ফলঘোষণা। বালিগঞ্জ কেন্দ্রের ভোট গণনা ডেভিড হেয়ার কলেজ ক্যাম্পাসে এবং আসানসোলের ভোট গণনা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে সকাল ৮টা থেকে শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, তারপর ইভিএম খোলা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে সর্বত্রই কড়া নিরাপত্তায় ভোট গণনার কাজ চলবে । কোথাও কোনো অশান্তির খবর এলেই তা কড়া হাতে দমন করবে রাজ্য পুলিশ।

সর্বত্রই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সিসিটিভি ক্যামেরাতেও চলছে নজরদারি। গণনার আগেই কেন্দ্রের ২০০ মিটারের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনটি স্তরে যে নিরাপত্তা রয়েছে তার মধ্যে প্রথম স্তরে কেন্দ্রীয় বাহিনী । এরা কোনও ব্যক্তিকে সার্চ করবে এবং তাঁর মোবাইল ফোন জমা রাখবে। দ্বিতীয় স্তরে তাঁকে নিয়ে যাবেন দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সবশেষে তিনি গিয়ে পৌঁছাতে পারবেন যেখানে রিটার্নিং অফিসার দরজার মধ্যে তালা দিয়ে সিল করে দিয়েছেন। সেখানে একটি খাতা থাকবে, সেই খাতায় ওই ব্যক্তিকে তাঁর মতামত অবশ্যই লিখতে হচ্ছে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে মুখে মাস্ক পড়েই ভিতরে প্রবেশ করতে হবে, থাকবে স্যানিটাইজারও। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অবসার্ভার ও রিটার্নিং অফিসার আটটার সময় স্ট্রংরুমে পৌঁছাবেন এবং সকলের উপস্থিতিতে স্ট্রংরুম খোলা হবে কেন্দ্রীয় বাহিনীর সামনে।












































































































































