তৃপ্তিদায়ক নীরবতা মিষ্টি মধুর হাসি কিছু মান অভিমান আর অনেকটা ভালোবাসার অঙ্গীকারে একসূত্রে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া।অপেক্ষার অবসানে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণলিয়া। বিয়ের পর প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট, যেন নিজেদের আবেগকে এভাবেই ব্যক্ত করলেন টিনসেল টাউনের নবদম্পতি।

বৃহস্পতিবার বিকেলেই গাঁটছড়া বেঁধেছেন রণবীর-আলিয়া। সকাল থেকেই বিভিন্ন খবরের মাঝেই ভাইরাল হচ্ছিল রণবীর কপূরের বান্দ্রার বাড়ির নানা দৃশ্য।বিভিন্ন সূত্র মারফত হাই ভোল্টেজ এই বিয়ের নানা তথ্য পাওয়া যাচ্ছিল। গতকাল নীরবতা ভেঙে বিয়ের তারিখে সিলমোহর দেয় কাপুর পরিবার।সেই খবর চাউর হতেই,আজ সকাল থেকে আরও বেশি করে টেলিভিশন এবং নেটমাধ্যমে চোখ আটকে ছিল অনুরাগীদের। নবদম্পতিকে একঝলক দেখতে উৎসুক ছিলেন সবাই। অনুরাগীদের নিরাশ করেন নি নবদম্পতি। সব্যসাচী- মনীশের ডিজাইনার পোশাকে গোধূলিতেই দেখা দিলেন কাপুর পরিবারের নয়া সদস্যা, সঙ্গে তাঁর স্বামী। মুহূর্তে ফ্রেমবন্দি রণলিয়া।
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ের সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেম বলেই জানা যায়। দুই তারকাকে একসঙ্গে প্রথমবার দেখা যায় সোনম কপূরের রিসেপশনে। এরপর থেকেই তাঁদের নিয়ে নানা আলোচনা গুঞ্জন, তাঁরা ‘স্পিকটি নট’। এবার সব রীতিনীতি মিটতে নিজেই ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি তুলে ধরেন আলিয়া। তাতে সিঁদুরদান থেকে আগুনকে সাক্ষী রেখে আজীবন পাশে থাকার অঙ্গীকার, উঠে এসেছে বিভিন্ন মুহূর্ত। প্রেমিক প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হলেন রণবীর – আলিয়া। যেহেতু বিয়ে হয়েছে নিভৃতে, গোপনীয়তার ঘেরাটোপে তাই সংবাদমাধ্যমের প্রবেশ ছিল নিষিদ্ধ। তবে বিয়ের পর আর কাউকে নিরাশ করেননি তাঁরা। বরং বাড়ির নীচে অপেক্ষারত সাংবাদিক এবং অনুরাগীদের মিষ্টিমুখ করিয়েছেন। কনে দেখা আলোয় ক্যামেরার সামনেও ধরা দিয়েছেন। পাশাপাশি শুভেচ্ছা ও ভালবাসার জন্য সকলকে কৃতজ্ঞতাও জানিয়েছেন রণবীর-আলিয়া।
আরও পড়ুন:এ বছর স্বভাবিক সময়েই বর্ষা? কী জানাচ্ছে আইএমডি












































































































































