UEFA Champions League:  উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুল

0
10

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালে লিভারপুলের ( Liverpool) যাওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর বুধবার রাতে তাতে পরল শীলমোহড়। চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে বেনফিকার ( Benfica) বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল লিভারপুল। প্রথম লেগে বেনফিকার ঘরের মাঠে ৩-১ জিতে ছিল ক্লপের দল। দুই লেগ মিলিয়ে ম‍্যাচের ফলাফল ৬-৪। সেমিফাইনাল লিভারপুলের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ২১ মিনিটে গোল করে এগিয়ে যার লিভারপুল। লিভারপুলের হয়ে গোলটি করেন কোনাটে। ৩২ মিনিটের মাথায় সমতা ফেরান বেনফিকা। বেনফিকার হয়ে সমতা ফেরান রামোস। প্রথমার্ধ ১-১ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল লিভারপুল। ৫৫ ও ৬৫ মিনিটে রবার্তো ফির্মিনো দুই গোল করে লিভারপুলকে ৩-১ লিড এনে দেওয়ার পর সহজেই সেমিতে পৌঁছে যাবে বলে মনে হচ্ছিল রেডসরা। তবে লড়াকু বেনফিকাও হার মানতে নারাজ ছিল। ম‍্যাচের ৭৩ মিনিটে ইয়ারেমচুক ও ৮১ মিনিটে ডারউইন নুনেস গোল করে ম্যাচে বেনফিকাকে সমতায় ফেরান। দুই গোলই প্রথমে অফসাইডের জন্য বাতিল হলেও, ভিএআরের সহায়তা সিদ্ধান্ত বদল হয়। আর ড্র-এর ফলে দুই লেগ মিলিয়ে পাঁচ মরশুমে তৃতীয়বার সেমির টিকিট পাকা করল লিভারপুল।

আরও পড়ুন:DHFC: প্রকাশ‍্যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের টিজার