সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় বিমান এবার পাড়ি দিল আকাশে। মঙ্গলবার অসম থেকে অনুষ্ঠানিকভাবে এই বিমানের উড়ান শুরু হয়েছে। তবে বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে। হিন্দুস্তান এরোনটিক্স এই প্রথম ভারতে যাত্রীবাহী ডর্নিয়ার বিমান তৈরি করেছে। প্রথম দিন বিমানে সওয়ার হয়েছিলেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। ডিব্রুগড়ের মোহনপুর বিমানবন্দর থেকে অ্যালায়েন্স ডর্নিয়ের ২২৮ বিমানটি অরুণাচল পাসিঘাট পৌঁছয়। অ্যালায়েন্সের ডিব্রুগড়- গুয়াহাটি- লীলাবারি -গুয়াহাটি আনুষ্ঠানিকভাবে চালু হলেও নিয়মিত উড়ান চালু হবে ১৮ এপ্রিল। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন বলেন আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক পদক্ষেপ । অ্যালায়েন্সের সঙ্গে দুটি ১৭ আসন বিশিষ্ট ডর্নিয়ার ডিও ২২৮ বিমান লিজে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে হিন্দুস্থান অ্যারোনটিক্স। অসমের ডিব্রুগড় থেকে উত্তর-পূর্বের পাঁচটি শহরে এই বিমান পরিষেবা চালু হচ্ছে । সিন্ধিয়া জানিয়েছেন, আগামী ১২ থেকে ১৫ দিনের মধ্যে ডিব্রুগড়- তেজু এবং ডিব্রুগড় -জিরোর মধ্যে উড়ান চালু হবে। এরপর ডিব্রুগড় থেকে টুটিং, মেচুকা এবং বিজয়নগর পর্যন্ত বিমান চালানো হবে । ৬৫০ কোটি টাকার হলঙ্গি বিমানবন্দর চালু হবে খুব শীঘ্রই।