স্বামী না থাকার সুযোগে গৃহবধূকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । বাকিরা পলাতক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার পাতিবুনিয়া ২ ঘেরি এলাকায়। জানা গিয়েছে ওই বধূর স্বামী কর্মসূত্রে বকখালিতে থাকেন। ওই মহিলার একটি পুত্র সন্তানও আছে। ওই মহিলা পুলিশের কাছে জানিয়েছেন, স্বামী বাড়িতে না থাকার সুযোগে ভাসুর অমল খাটুয়া প্রায়ই তাকে অশ্লীল ও কুপ্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের দুই সঙ্গীকে বাড়িতে ডেকে নিয়ে এসে জোরজবরদস্তি ওই মহিলাকে ছাদে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এর পর তাঁকে প্রচণ্ড মারধর করে গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু ওই সময় মহিলার চিৎকারে ঘরের বাকি সদস্যরা ছুটে আসায় পালিয়ে যান অমলরা। আশঙ্কাজনক অবস্থায় বাড়ির অন্য সদস্য এবং প্রতিবেশীরা মহিলাকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসকদের সামনেই পুলিশের কাছে গণধর্ষণের অভিযোগ করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করে অমলকে গ্রেফতার করে পুলিশ।












































































































































