‘রাম না জন্মালে কোন ইস্যুতে ভোট চাইতেন?’ বিজেপিকে আক্রমণ উদ্ধবের

0
2

রামের নামে রাজনীতি বিজেপির(BJP) চিরকালীন নীতি। বিজেপির রামের(Ram) নামে ভোট চাওয়ার এই নীতিকেই এবার তীব্র ভাষায় আক্রমণ শানালেন শিবসেনা(ShivSena) প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thakre)। গেরুয়া শিবিরকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন “ভগবান রামচন্দ্র যদি না জন্মাতেন তাহলে কথায় কথায় রামের নামে ভোট চাওয়া বিজেপি কোন ইস্যুতে ভোট চাইত?”

রবিবার কোলাপুর উত্তর আসনের উপনির্বাচনে ভার্চুয়াল প্রচারে অংশ নিয়ে বিজেপিকে ঝাঁঝালো সুরে আক্রমণ শানিয়ে উদ্ধব ঠাকরে বলেন, বিজেপি এমন ভাব ধরেছে যেন হিন্দুত্বে তাদের একার অধিকার। অথচ এরাই বিভিন্ন নামে আলাদা আলাদা আদর্শ মেনে চলেছে। কখনও ভারতীয় জনসঙ্ঘ, কখনও জনসঙ্ঘ তো কখনও বিজেপি। তবে শিবসেনা শুরু থেকেই হিন্দুত্বের প্রতি নিয়োজিত। হিন্দুত্বের উপর বিজেপির একার পেটেন্ট নেই।

আরও পড়ুন:বাংলায় রাজনৈতিক রং না দেখেই গ্রেফতার: হাঁসখালিতে দেরিতে অভিযোগ দায়ের কেন? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী 

পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, “শিবসেনার প্রতিষ্ঠাতা তাঁর বাবা বালাসাহেব ঠাকরের হাত ধরেই হিন্দুত্বের শিক্ষা পেয়েছে বিজেপি। বালাসাহেব ঠাকরেই বিজেপিকে শিখিয়েছেন যে হিন্দুত্ব এবং গেরুয়াকে আঁকড়ে ধরে ক্ষমতা দখল করা যায়। অথচ, ওরা বালাসাহেব ঠাকরেকে দেওয়া কথা রাখছে না। ২০১৯ সালে অমিত শাহ বাল ঠাকরের ঘরে বসে কথা দিয়েছিলেন শিব সেনাকে মুখ্যমন্ত্রিত্ব দেবেন। অথচ ওরা কথা রাখেনি।”