ঝালদা পুরনো থানায় হঠাৎ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাংশ

0
2

আচমকা আগুন লেগে পুড়ে ছাই ঝালদা (Jhalda) পুরনো থানা। সোমবার, দুপুরে আচমকা থানা চত্বরে আগুন লাগে। সেখানে রাখা ছিল বাজেয়াপ্ত করা বাইক। সেগুলি ভস্মীভূত। দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে থানার একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই থানাতেই গোটা শহরের সিসিটিভি (CCTV) ফুটেজ সংরক্ষিত থাকে।

ঝালদা শহরের সব সিসিটিভি ফুটেজ থাকে পুরনো থানায়। কয়েকদিন আগেই ওই থানা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তকারী সিবিআই (CBI) আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, অন্নপূর্ণা দেবীর ঘট বিসর্জনের শোভাযাত্রার সময় কে বা কারা ঝালদা পুরোনো থানার দিকে পটকা ছোড়ে। সেই বাজি ফেটেই থানা চত্বরে বাজেয়াপ্ত করে রাখা বাইকে আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা শহরে। পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগান বলেন, কী ভাবে আগুন লেগেছে সেটা দমকল বিভাগের সঙ্গে কথা বলে জানা হচ্ছে।