এ যেন একেবারে গোদের ওপর বিষফোঁড়া। একেই তো হার, তারওপর আবার জরিমানা। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের ( LSG) কাছে ৬ উইকেটে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। সেই ম্যাচে মন্থর বোলিং-এর জন্য জরিমানা করা হল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে। মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে দিল্লির অধিনায়ককে।

এদিন আইপিএলের তরফে জানানো হয়েছে,” ৭ এপ্রিল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। প্রথম বার এই অপরাধ করার জন্য সব চেয়ে কম অর্থ জরিমানা করা হয়েছে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”
এদিকে লখনউ বিরুদ্ধে হার নিয়ে পন্থ বলেন,” এ রকম শিশির পড়লে ম্যাচে কিছু করার নেই। আমরা ১০-১৫ রান কম করেছি। শেষের দিকে আবেশ খান এবং জেসন হোল্ডার আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। ”
আরও পড়ুন:হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন ফুটবলার চিবুজোর












































































































































