বিদেশে করোনা (Corona) নিয়ে চিন্তা বারছে কিন্তু দেশ ক্রমশ সুস্থতার পথে। করোনা ভাইরাসের দাপট কমছে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন।

করোনা নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না এখনই। তবে দেশে বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে আজ ১১ হাজার ৮৭১। কিন্তু মৃত্যু নিয়ে অস্বস্তি থেকেই যাচ্ছে। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭১ জন। গতকাল যা ছিল ৫৮।এই নিয়ে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৪৮৭ ।যদিও স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯৭ হাজার ৫৬৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ১৯৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

যদিও এই সবের মাঝেই ফের আতঙ্কের খবর, অতি সংক্রামক নতুন প্রজাতি কোভিড এক্স-ই চলে এসেছে ভারতে। আজ বুধবার মুম্বইয়ে এক ব্যাক্তির শরীরে কোভিড-১৯-এর এই নয়া ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া গেছে। তাই সতর্ক থাকা দরকার বলছেন বিশেষজ্ঞরা।








































































































































