দুর্নীতি মামলায় অভিযুক্ত মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখকে(Anil Deshmukh) বুধবার গ্রেফতার করল সিবিআই। অসুস্থতার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন অনিল দেশমুখ। মঙ্গলবার তিনি ছাড়া পাওয়ার পর বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে তাঁকে রাখা হয়েছে বলে সুত্রের খবর। তবে সিবিআইয়ের(CBI) দাবি, গ্রেফতারি এড়াতেই এড়াতেই হাসপাতালে ভরতি হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী।

প্রসঙ্গত, দুর্নীতি মামলার তদন্তে নেমে দেশমুখের ঘনিষ্ঠ ৩ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল সিবিআই। দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে দেশমুখকেও নিজেদের হেফাজতে (Custody) চেয়েছিল সিবিআই। সেই আবেদনে সাড়া দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অনিল দেশমুখ। বম্বে হাইকোর্ট সেই আরজি খারিজ করে দেয়। এর ঠিক পর অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি হন তিনি। তবে সিবিআইয়ের তরফে জানানো হয়, গ্রেফতারি এড়াতেই হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। মুম্বইয়ের জেজে সরকারি হাসপাতালের অরথোপেডিক বিভাগে ভরতি থাকার পর মঙ্গলবার ছুটি দেওয়া হয় তাঁকে। ছাড়া পাওয়ার পরই গ্রেফতার করা হল তাঁকে। যদিও কতদিনের জন্য তাঁকে হেফাজতে রাখা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।
আরও পড়ুন:লাগামছাড়া মূল্যবৃদ্ধি,আগামিকাল জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে অন্য একটি মামলায় অনিল দেশমুখকে গ্রেফতার করেছিল ইডি। মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার অনৈতিক সুবিধা নিয়েছেন তিনি। বহিষ্কৃত পুলিশ ইন্সপেক্টর শচীন বেজ-সহ বেশ কয়েকজনকে তিনি নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন রেস্তরাঁ এবং পানশালা থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এই অভিযোগের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে দেশমুখের বিরুদ্ধে।














































































































































