করোনার অতি সংক্রামক নতুন ভ্যারিয়্যান্ট এক্স-ই ভারতে

0
8

ফের আতঙ্কের ভ্রুকুটি। করোনার  অতি সংক্রামক নতুন প্রজাতি কোভিড এক্স-ই  চলে এসেছে ভারতে।  বুধবার মুম্বইয়ে এক আক্রান্তের দেহে কোভিড-১৯-এর এই নয়া ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে। জানা গিয়েছে এই নতুন প্রজাতির সংক্রামক ক্ষমতা নাকি আগেরগুলির  তুলনায় ১০ গুণ বেশি।  মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর এবং বৃহন্মুম্বই পুরসভা এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। ব্রিটেনে প্রথম এই প্রজাতিটি ধরা পড়ে। এখনও পর্যন্ত  ৬৩৭ টি  এক্সই সংক্রমণ চিহ্নিত করা গিয়েছে। তবে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও এর মারণক্ষমতা কম । তাই দ্রুত ছড়িয়ে পড়লেও প্রাণহানির সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।