১২২ বছরে উষ্ণতম মার্চ মাস দেখল ভারত। আবহাওয়া দফতরের সাম্প্রতিক রিপোর্টে (Report) এমনই তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী, স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২০২২-এর মার্চ মাসের তাপমাত্রা সর্বোচ্চ। গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

কেন্দ্রীয় মৌসম ভবন (Mousom Bhavan) সূত্রে খবর, মার্চ মাসের শেষ ১২২ বছরের ইতিহাস পাল্টে দিয়ে ভারতের গ্রীষ্মের তাপমাত্রার সব রেকর্ড ভেঙেছে। ভেঙে দিয়েছে ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও। ২০১০ সালের মার্চ মাসে গড় দৈনিক তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস, এবারে সেই রেকর্ড ভেঙে গিয়েছে। সদ্য শেষ হওয়া মার্চের দৈনিক দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়ে আছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে। ১৯০১ সালের পর এমন পরিমাণ তাপমাত্রার বৃদ্ধি দেখা যায়নি। এই বছর মার্চ মাসের ২০ তারিখে দিল্লির (Delhi) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড (Record)।
আরও পড়ুন:Mumbai: মুম্বই হাইকোর্টের যুগান্তকারী নির্দেশ, প্রাক্তন স্বামীকে খোরপোশ দিতে মহিলাকে নির্দেশ
শুধু উষ্ণতা বৃদ্ধিই নয়, বছরের গোড়ায় উদ্বেগজনক ভাবে কম বৃষ্টিপাত হয়েছে দেশে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দেশ জুড়ে মার্চে বৃষ্টির ঘাটতি প্রায় ৭১ শতাংশ। ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টির নজির মাত্র দু’বার। পরিস্থিতি কৃষিক্ষেত্রের পক্ষে ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। সাধারণত মার্চ মাসে দেশে গড়ে ৩০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু এবছর মার্চে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে দেশে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার এবং ১৯০৯ সালের মার্চে ৭.২ মিলিমিটার।














































































































































