Entertainment:প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনেই কি দাম্পত্যে প্রবেশের ঘোষণা তারকা জুটির?

0
2

জন্মদিনেই কি ম্যাজিক হল? সবার সামনে বড় ঘোষণা করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা(Ankush- Oindrila)? তাও আবার তারকা খচিত মহা সান্ধ্য লগ্নে।? সত্যি সত্যি বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা(Ankush hazra- Oindrila Sen)? একসাথে এত প্রশ্নের উত্তর যে অনুস্থান নিয়ে তার উপলক্ষ্য ঐন্দ্রিলার জন্মদিন সেলিব্রেশন। ইন্ডাস্ট্রি যেন উপচে পড়েছে , কে নেই? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chattopadhyay) ,যিশু সেনগুপ্ত(Jishu Sengupta), সোহম(Soham), দেব- রুক্মিণী (Dev-Rukmini)- তালিকা যেন শেষ হওয়ার নয়। ঐন্দ্রিলার জন্মদিনের সকালেই বিগ ব্রেকিং দিয়েছিলেন ঐন্দ্রিলার ‘কাছের বন্ধু’ এবং অনস্ক্রিন পার্টনার বিক্রম চট্টোপাধ্যায়(Bikram Chattopadhyay)। জানিয়েছিলেন সন্ধ্যে বেলা বড় চমক। এলাহি আয়োজন করতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আমন্ত্রিত টলিউডের রথী-মহারথীরা। থাকবে খানাপিনার ঢালাও আয়োজন। বাস্তবেও হল তাই।

মার্চ মাসের এক্কেবারে শেষ দিন মানেই প্রিয়তমা ঐন্দ্রিলা সেনের জন্মদিন! তাই উদযাপন হল বিশালাকারে। আর সেখানেই বিয়ের ঘোষণা। তাহলে ১১ বছরের রোমান্স এবার সাতপাকে সত্যিই বাঁধা পড়তে চলেছে? জন্মদিনের সকালেই টলিউডের ‘লাভ বার্ড’ যথারীতি চমকে দিয়েছেন অনুরাগীদের। ১১ বছরের ভালবাসার সঙ্গিনীকে মজা করে ‘গোরিলা’ সম্বোধন! তার পরেই চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছেন প্রকাশ্যে। হাসতে হাসতে দাবি, ১১ বছর এক সঙ্গে থাকার পরে এর বেশি আর কিছুই নাকি দেওয়ার থাকে না!

জন্মদিনের সকালে ঐন্দ্রিলা অঙ্কুশ

জন্মদিনের সন্ধ্যেয় জমকালো ‘বার্থডে গার্ল’। অঙ্কুশের সাজেও সাহেবিয়ানা সাথে ম্যানারিজিম। এ দিন অনেকেই আশা করেছিলেন, পার্টিতে বিয়ের ঘোষণা করলেও করতে পারেন তাঁরা। সে রকম সত্যিই কিছু কি হয়েছে? জানা সম্ভব হয়নি। কারণ, এই বিষয়ে মুখে কুলুপ অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রমের। বিয়েটা কবে হবে এই উত্তর এবারেও মিলল না।