বহু চেষ্টা করেও ওজন কমাতে পারছিলেন না। মানসিক অবসাদে ভুগছিলেন । শেষ পর্যন্ত বহুতলের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন লাউডন স্ট্রিটের বাসিন্দা মুকেশ খেমখা। শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আত্মহত্যার তত্ত্ব সামনে এলেও অন্য কোনও সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। জানা গিয়েছে মুকেশ খেমখা আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাউডন স্ট্রিটের একটি বিলাসবহুল বহুতল আবাসনে থাকতেন তিনি। শুক্রবার সকালে আচমকাই এগারো তলা থেকে ঝাঁপ দেন মুকেশ। আওয়াজ পেয়ে আশপাশের লোকেরা ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।






























































































































