IFA: আইএসএলে খেলা বাঙালি ফুটবলারদের সংবর্ধনা দিল আইএফএ

0
2

আইএসএলে (ISL)খেলা সমস্ত বাঙালি ফুটবলারদের সংবর্ধনা দিল আইএফএ( IFA)। বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে বাংলার ২৫ জন আইএসএল খেলা বাঙালি ফুটবলার এবং ৬ জন ম্যাচ আধিকারিককে সম্মানিত করল আইএফএ।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল আইএফএ। এই অনুষ্ঠানে আইএসএল খেলা বাঙালি ফুটবলারকে সম্মানিত করল আইএফএ। উপস্থিত ছিলেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিক, প্রীতম কোটাল, হীরা মন্ডল, কিয়ান নাসিরি, প্রবীর দাস, শুভাশিস রায়চৌধুরি, দেবজিৎ মজুমদার, প্রণয় হালদার, শৌভিক চক্রবর্তী, সুব্রত পালদের মত তারকা ফুটবলাররা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু, মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার।

তবে শুধু ফুটবলার নয়, রেফারিদের সম্মাননা জানিয়েছে আইএফএ। সদ্য এএফসি চ্যাম্পিয়নস লিগে রেফারিং করানো বাঙালি প্রাঞ্জল বন্দ‍্যোপাধ‍্যায়কে সম্বর্ধনা জানিয়েছে আইএফএ। এছাড়া সম্বর্ধনা জানানো হয়েছে এএফসি স্বীকৃত ম্যাচ কমিশনার অরুনাভ ভট্টাচার্যকে।

আরও পড়ুন:IPL: ‘এবার রাজস্থানই আইপিএল খেতাব জিতবে’, বললেন দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চ‍্যাহাল