১২তম বঙ্গ শিরোমনি সম্মান প্রদান উৎসব- ২০২২

0
2

প্রত্যেক বছরের মতো এ বছরও কলকাতা প্রেস ক্লাবে ১২তম বঙ্গ শিরোমণি সম্মান প্রদান পালন করা হয়েছে। রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়া ইনস্টিটিউট অফ জার্নালিস্ট – এর যৌথ উদ্যোগে আয়োজিত করা হয়েছিল অনুষ্ঠানটি। সাংবাদিকদের এবং সংবাদমাধ্যমকে অগ্রসর করার উদ্দেশ্যেই সম্মান প্রদান করা হয়েছে আলোচনা সভায়। মঞ্চে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ ও ক্লাব প্রেসিডেন্ট স্বপন সমাদ্দার, এছাড়াও পাপিয়া ঘোষ বিশ্বাস, মনোতোষ বেরা, ড: প্রকাশ মল্লিক প্রমুখ। সংগীতশিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ হয় এবং সেই সংগীত এর বিশেষত্ব ছিল গানটি সাংবাদিকদের নিয়েই লেখা। এস বি এম প্রোডাকশনের শর্ট ফিল্ম ‘ বাবা ‘ এর জন্য অনুপ কুমার বর্ধনকে অভিনয় এবং পরিচালকের জন্য সম্মান প্রদান করা হয় সম্মান তুলে দেন সংস্থার চেয়ারম্যান মনোতোষ বেরা। এছাড়াও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মান প্রদান করা হয়। মেয়র পরিষদ স্বপন সমাদ্দার তাঁর বক্তব্য রাখেন। আগামী প্রতিটা বছর এইভাবেই বঙ্গ শিরোমনি সম্মান প্রদান উৎসব পালন করতে পারে এটাই কাম্য।

আরও পড়ুন:শোভন-বৈশাখীর ‘কাশ্মীর ফাইলস’, ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়