বিহার বিধানসভায় তুমুল হট্টগোল, মার্শাল দিয়ে বের করে দেওয়া হল ৮ বিধায়ককে

0
2

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এই অভিযোগ তুলেই বৃহস্পতিবার বিহার বিধানসভায়(Bihar Assembly) তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন সিপিআইএমএলের (CPIML) বিধায়করা। যার জেরেই অধিবেশন কক্ষ থেকে মার্শাল(Marshal) দিয়ে বের করে দেওয়া হল ৮ জন বিধায়ককে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে। বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে আনা হচ্ছে বাম বিধায়কদের।

বৃহস্পতিবার বিহার বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার পর সিপিআই বিধায়ক বিরেন্দ্র প্রসাদ গুপ্তা বলেন, রাজ্যে খুন ও মহিলাদের অত্যাচার ভয়াবহ আকার ধারণ করেছে। হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে রাজনইতিক স্বার্থে। এই ইস্যুতে বিধানসভায় আলোচনা হোক। তবে সরকার এই ইস্যুতে কোনও রকম আলোচনা করতে রাজি হয়নি। এর পরই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম বিধায়করা। পরিস্থিতি উত্তাল হয়ে উঠতেই ৮ বাম বিধায়ককে বের করে দেওয়া হয় অধিবেশন কক্ষ থেকে। এই সংক্রান্ত এক ভিডিও প্রকাশ্যে এসেছে সংবাদ সংস্থা এএনআই-এর তরফে। যেখানে দেখা যাচ্ছে একে একে বিধায়কদের চ্যাংদোলা করে বের করে আনা হচ্ছে অধিবেশন কক্ষ থেকে। যদিও বাইরে বেরিয়েও নীতীশ সরকার গুণ্ডামি করছে বলে শ্লোগান দিতে দেখা যায় সিপিআইএমএলের বিধায়কদের।