মাথাভাঙ্গায় পালিয়ে যাওয়া দ্বিতীয় বাইসনটিকেও উদ্ধার করল বনদফতর

0
3

একটিকে আগেই উদ্ধার হয়েছিল। আরেকজন পালিয়ে বেড়াচ্ছিল গ্রামের ভিতরে। তাকে নিয়ে আতঙ্কও ছড়িয়েছিল। অবশেষে দ্বিতীয় বাইসনটিকেও উদ্ধার করা সম্ভব হল। মালদহের নিশিগঞ্জ এলাকা থেকে দ্বিতীয় বাইসনটিকে উদ্ধার করল বনদফতর।

মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের প্রেমের ডাঙ্গা এলাকায় দুটি বাইসন তাণ্ডব চালিয়েছিল। একটি বাইসন ধরা পড়লেও অপরটিকে ধরতে পারেনি বন দফতর। এরপর বিভিন্ন এলাকায় কয়েক দিন দাপিয়ে বেড়াচ্ছিল বাইসনটি৷ বুধবার সেই বাইসনটি ধরা পড়ল মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ কোদালখেতি এলাকায়৷ বুধবার ভোরে একটি বাইসন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।  এলাকার ভুট্টা খেতে দাপিয়ে বেড়াতে দেখা যায় বাইসনটিকে। খবর দেওয়া হয় বন দফতরে ও নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে । ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গার বন কর্মীরা ও নিশিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। বন দফতর সূত্রে জানানো হয়েছে বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে।  উদ্ধারের পর বাইসনটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।