আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

0
2

আগ্নেয়াস্ত্র সহ বিজেপির(BJP) মণ্ডল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির বানারহাট থানার নাথুয়ায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে বিজেপির ধূপগুড়ি উত্তর পশ্চিম মণ্ডল সভাপতি মুকুল ঘোষকে আগ্নেয়াস্ত্র(Illigal Arms) সমেত গ্রেপ্তার করে বানারহাট থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে নাথুয়ার জলঢাকা প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওই বিজেপি নেতাকে যখন গ্রেফতার করা হয় তখন তাঁর কোমরেই গোঁজা ছিল ইপ্রোভাইসড কান্ট্রিমেড সিক্সার (দেশীয় প্রযুক্তিতে তৈরি ) পিস্তল। যাতে দু রাউন্ড গুলিও ছিল বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মুকুল ঘোষের(Mukul Ghosh) বাড়ি বানারহাট থানার অন্তর্গত নাথুয়ায়। তিনি বিজেপির ধূপগুড়ি উত্তর পশ্চিম মন্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন। ধৃতের বিরুদ্ধে ২৫ (এ) /২৭ অস্ত্র আইনে মামলা রজু করেছে পুলিশ। যদিও বিজেপির মন্ডল সভাপতির গ্রেপ্তাতির ঘটনার শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত

এই গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, আইন আইনের পথে চলবে। তবে ঘটনা সত্যি কিনা তা সেটাও বুঝতে হবে। আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে। পাশাপাশি তৃণমূলের বানারহাট ব্লক সভাপতি নয়ন দত্ত বলেন, ‘আমরা প্রশাসনের কাজে নাক গলাই না। দোষ করে থাকলে দোষীর সাজা হওয়া উচিৎ।’ বানারহাট থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত মুকুল ঘোষকে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।