চিতাবাঘ আতঙ্কে ঘুম উড়েছে মাথাভাঙ্গার। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে চিতাবাঘের আতঙ্ক চলছে একসপ্তাহ থেকে। রবিবার খাঁচা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বনদফতর গত রাতে চিতাবাঘ ঘুরতে দেখা গেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। বেশ কিছু বাড়িতে হাঁস মুরগি খাওয়ার ছাপ পাওয়া গেছে। গত ২২ মার্চ স্থানীয় গ্রামবাসীরা জমিতে কাজ করতে গিয়ে পায়ের ছাপ দেখেছিলেন এরপর থেকেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদফতরের কর্মীরা। রাতে বাড়ি থেকে বের হতে আতঙ্কিত হয়ে উঠেছেন গ্রামবাসীরা। তাই সিসিটিভি ক্যামেরা ও খাঁচা বসানোর দাবি তুলেছেন তারা। চিতাবাঘের হদিশ পেতে আজ গ্রামে বসানো হয়েছে খাঁচা।
আরও পড়ুন- Kunal: সিবিআই-বিজেপি একযোগে কাজ করছে, রাজধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী: কুণাল



































































































































